কার কাছে কই মনের কথা আজকের পর্ব 25 এপ্রিল

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 25 এপ্রিল আজকের পর্বে দেখা যাবে পুতুল তার মার কাছে দেখা করতে আসে। পুতুলের মা বলে যা তোর দাদাকে নিচে নিয়ে আয় উপরে উঠতে গিয়ে পলাশের সাথে দেখা হয়। পলাশ আর তার বউ বাইরে যাচ্ছে পুতুল বলে তোর কোথায় যাচ্ছিস অনেক দিন পর আসলাম আর তোরা বাইরে চলে যাচ্ছিস। পরাগের মা বলে পলাশের বউ জেলে ছিল পলাশের একটু মন খারাপ ছিল এখন বউ কে ছড়িয়ে এনেছে এখন একটু পলাশের মন ভালো আছে। পলাশের বউ বলে আমার মা খুব অসুস্থ তাই দেখা করতে যাচ্ছি বলে বেরিয়ে যায়। এদিকে সিমুল রাস্তা দিয়ে আসতেছে আর ভাবছে আজকে এই রাস্তায় এত অন্ধকার কেনো কাউকো দেখতে পারছিনা।টো টো ধরে আসলে ভালো হতো কিন্তূ এতো পয়সা তো নেই।আজকে যাই কালকে থেকে অন্য রাস্তা দিয়ে আসবো বলে ভয় ভয় করে রাস্তা দিয়ে হাটতে থাকে। এদিকে পরাগ পলাশের উপর সন্দেহ করে গোপনে মুখ ঢাকা দিয়ে আসে দেখে পলাশ আর তার বউ কে পরাগ বলে দেখি পলাশ কি করে আমাকে কিছুতেই ধরা দেওয়া যাবে না। পড়ে পলাশ শিমুল কে অ্যাটাক করে ওই সময় মুখ ঢাকা দিয়ে পলাশের সামনে আসে পরাগ আর বলে শিমুল কে ছেড়ে দাও পিস্তল দেখিয়ে ভয় দেখায় পড়ে পলাশ ভয় শিমুল কে ছেড়ে দেয় । পরাগ মুখ ঢাকা অবস্থায় বলে তুমি চলে যাও এখন থেকে শিমুল বলে তুমি কে কেনো আমাকে বাঁচালে তুমি কি করেবযানলে আমার উপর এটাক হবে।পড়ে ওখান থেকে পরাগ চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে পুলিশ অফিসার বলে আপনার কি কাউকে সন্দেহ হয়।শিমুল বলে আমার দেওয়োর হতে পারে আমি ঠিক বলতে পারছিনা আসলে পিছন থেকে ধরে ছিল ঠিক ভাবে দেখতে পাই নি পড়ে শিমুল কে পুলিশের গাড়ি করে বাড়ি নিয়ে যায়। আরও পড়ুন.....

Comments

Popular posts from this blog

কার কাছে কই মনের কথা আজকের পর্ব ১৩ মার্চ

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 30 মার্চ