কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব 29 এপ্রিল

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব 29 এপ্রিল। আজকের পর্বে দেখা যাবে, অনি,ত্রিসা বেঙ্গল কেটারার হয়ে এক মন্ত্রীর কাছে প্রেজেন্টেশন দেয় কেটালগ দেখায় তা দেখে পছন্দ হয় না। পড়ে অনি বলে আর একটা সুযোগ দেওয়া হোক। লোকটি বলে কি লাভ হবে তাতে আবার ক্যাটালগ বানাবে আবার একই তো হবে কোনো লাভ হবে বলে তো মনে হয় না।পড়ে পিয়ন এসে বলে বেঙ্গল কেটারার পক্ষ থেকে দ্বিতীয় প্রেজেন্টেশন দিতে চায় লোকটি বলে আস্তে বলো।পড়ে শ্যামলী আর বাড়ির সবাই খাবার বানিয়ে নিয়ে আসে তা দেখে অনি আর তার বাবা চমকে যায় । লোকটি বলে আরে আগে তো বলবেন না যে দ্বিতীয় প্রেজেন্টেশন রেডি করে রেখেছেন। অনি বলে প্রথমে ইন্সট্রাকশন পড়ে ডেমোত্রেশন রেখেছি লোকটি বলে খুব ভালো পড়ে শ্যামলী সব কিছু খাবার টেবিলে সাজিয়ে দেয় আর খেতে বলে।লোকটি বলে অবশ্যই খাবো পড়ে খেয়ে বলে কিনতু বেঙ্গল কেটারার সম্পর্কে যা শুনেছিলাম তার থেকে আরও বেশি প্রশংসা করা উচিত । অনি বলে তাহলে আমরা অর্ডার টা পাচ্ছি তো লোকটি বলে অবশ্যই পাবেন।আমার অফিসের যত প্রোগ্রাম হবে সব অর্ডার তোমরাই পাবে।পড়ে বাড়িতে আসে শ্যামলী কে বাড়ির সবাই বলে অনির বাবা কি শ্যামলীর জন্য এত বড় অর্ডার পেলে শ্যামলী কে কিছু দেবে না শ্যামলী কে বলে শ্যামলী তুমি কিচ্ছু চাইবে না। শ্যামলী বলে আমার কিছু চাই না এত বড় অর্ডার পাওয়া গেলো এতেই আমি আমি খুশি।পড়ে সবাই মিলে সেলিব্রেশন নাচ করে।পড়ে অনি কে সবাই বলে শ্যামলী কে কোথাও খাওয়া তে নিয়ে যাওয়ার জন্য আরও পড়ুন......

Comments

Popular posts from this blog

কার কাছে কই মনের কথা আজকের পর্ব ১৩ মার্চ

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 30 মার্চ