কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব 11মে

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব 11মে আজকের পর্বে দেখা যাবে অনির বাবা অনি কে ডাকে বলে ঘরে আয় দেক তোর মা আজই তোমার মামার সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। অনি তার মাকে বলে কি হচ্ছে এ সব আমি তোমাকে যেতে দেবো না তোমার বাড়ি তোমার সংসার তুমি কেনো চলে যাবে।অনির মা বলে কি করবো আমি তোমাকে শ্যামলীর সাথে এক সঙ্গে থাকতে দেখতে পারবো না তুমি শ্যামলী কে ডিভোর্স দাও । অনি বলে আমি কি করে ডিভোর্স দেবো শ্যামলী তো আমাদের কোনো ক্ষতি করেনি অনির মা বলে শ্যামলী থাকলে আমি থাকবো না অনি বলে তুমি আমাকে অপসন দিচ্ছো আর কোনো উপায় নেই অনির মা বলে তাছাড়া কোনো উপায় নেই। অনি বলে তুমি জানো তুমি আর অন্য কারো সাথে তুলনা করলে তোমাকে ছাড়া আর কাউকো বেছে নেবো না ঠিক আছে তোমরা কাগজ রেডি করো আমি শ্যামলী কে ডিভোর্স দিয়ে দেবো কিনতু এটা কিন্তু ঠিক মন থেকে দিচ্ছি না এটা ভালো হচ্ছে না । অনির বাবা বলে আমি আর তোর মা আর তুই ছাড়া কেউ যেনো এটা না জানে তুই বলবি তুই ও ইচ্ছায় ডিভোর্স দিচ্ছিস অনি বলে ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দেবো তোমরা কাগজ ঠিক করো । পরে অনি শ্যামলী কে ঘরে ডাকে বলে তুমি অনেক উন্নতি করবে আমাদের জন্য অনেক করেছো আমার পক্ষ থেকে যা হেল্প করার সব করবো। পরে একটা কাগজ দিয়ে ডিভোর্স পেপারে সই করে দিতে বলে অনি বলে জানি তুমি অনেক কিছু ভাবছো তোমার অনেক কিছু বলার আছে শ্যামলী বলে আর কি হবে বলে তুমি একদিন গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে ছিলে তখন থেকে আমি আপনাকে ভগবান মানি ভগবান কিছু চাইলে মানা করতে পারি এটা তো সামান্য সই আপনি বলে জীবন টাও দিয়ে দিতে পারি। সম্পূর্ণ পর্ব দেখার জন্য নিচের ভিডিও দেখুন..

Comments

Popular posts from this blog

কার কাছে কই মনের কথা আজকের পর্ব ১৩ মার্চ

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 30 মার্চ