কার কাছে কই মনের কথা আজকের পর্ব 16 মে

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 16 মে আজকের পর্বে দেখা যাবে শিমুল বলছে আমাকে আর ভালো লাগছে না আমি আর এই ঝামেলার মধ্যে কাউকো জড়াতে চাই না আমি একাই ফাইট করবো। আমার জন্য টেনশন করে পরাগের কিছু হয়ে গেলে আমাকে দোষারোপ করবে তাই পরাগ কে এর মধ্যে আর জোড়াতে চাই না । বিপাশা বলে ঠিক আছে ফাইট কর কিন্তু ডেফিকেল্ট ফাইট কিন্তু শিমুল বলে কি আর করা যাবে আমার জীবন টা তো এত সহজ নয় তাও পরাগ ভালো থাকলে হতো । তাই আমি তোমাদের বলছি পরাগ কে আমি এর মধ্যে জড়াতে চাই না সুচরিতা বলে এটা কিন্তূ ভুল হবে ওকে আমরা নিয়ে যাব কি পরাগ তুমি শিমুলের হয়ে বলতে পারবে না তাছাড়া শিমুল তোমার দেখা সুনা করে পলাশ আর প্রতীক্ষা কিন্তূ তোমার বেগভাল করবে না পরাগ বলে হে আমি জানি আমাকে দেখার আর কে নেই। বিপাশা বলে তাহলে বুজতে পারছ যখন তাহলে শিমুলের হয়ে দুটো কথা বলতে পারবেনা তুমি তো ওর স্বামী পরাগ তুমি পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে কত কোথায় তো বলতে পারছ তুমি যদি বলো শিমুলের উপর কত অত্যাচার করা হতো শিমুল কে ফাঁসানোর জন্য তাহলে তো মেয়ে টা বেচে যায়। শিমুল বলে তোমরা ওকে আর এ জামেলার মধ্যে জড়িয়ে ও না সুচরিতা বলে তুমি বুজতে পারছো না ওরা তোমাকে ফাঁসানোর জন্য উঠেপড়ে লেগেছে। শিমুল বলে আমি ভাবতাম ঘটনাস্থলে পরাগ ছিল কিন্তূ এখন এ কথা ভেবে হাসি পাচ্ছে এ অবস্থায় কি করে সে থাকতে পারে।পড়ে শিমুল কে কটে তোলা হয় । আরও পড়ুন......

Comments

Popular posts from this blog

কার কাছে কই মনের কথা আজকের পর্ব ১৩ মার্চ

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 30 মার্চ