কার কাছে কই মনের কথা আজকের পর্ব 18মে

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 18মে আজকের পর্বে দেখা যাবে শিমুল কোট থেকে বাড়ি আসে পরে পরাগ জিজ্ঞাসা করে । কটে কি হলো শিমুল বলে কি আর হবে ওরা মিথ্যা সাক্ষী নিয়ে এসেছিল ওরা বলে আমি টাকা দিয়ে লোক ঠিক করেছি আমর উপর অ্যাটাক করতে বলেছি । পরাগ বলে মানে শিমুল বলে মানে ওরায় জানে আমি আর কি বলবো পরাগ বলে তার পর শিমুল বলে তারপর আর কি রায় বেরোবে আমার জেল হবে। কিন্তূ আমি একটা কথা ভাবছি আমার জেল হলে তোমাকে কে দেখবে পরাগ বলে আমি তোমার বিপদে তোমার পাশে দাঁড়াতে পারছি না আর তুমি আমার কথা ভাবছো। শিমুল বলে তুমি কি করবে তুমি তো ঠিক মত হাঁটতেও পারছ না কিভাবে বেরোবে আর আমি চাই না তুমি বাইরে বের হও বাইরে বেরোলে তোমার যদি শরীর খারাপ করে । পরাগ বলে তোমার এই অবস্হথাও ভাবছো আমর শরীর খারাপ করার কথা শিমুল বলে তুমি হলে আমার স্বামী আমি না তো কে তোমার কথা ভাববে । পরাগ বলে এমনি তোমার স্বামী যে কোনো উপকারে আসে না শিমুল বলে ও কথা তুমি বাদ দাও তুমি বলো তো কেনো খাওনি খাবার নিয়ে এসেছি খেয়ে নাও পরাগ বলে তুমি খাবে না শিমুল বলে আমর খেতে ইচ্ছে করছে না । পরাগ বলে কেনো তুমি টেনশন করছো শিমুল বলে একটু টেনশন তো হচ্ছে কি বলতো বার বার বিনা দোষে জেলে যেতে হচ্ছে। পরাগ বলে তুমি টেনশন করো না তোমার কিছু হবে না একদিন ঠিক সত্যি টা সামনে আসবে । শিমুল বলে চিন্তা করে আর কি হবে বলো তবে জানো ভালই কাটছিল স্কুলে যেতাম ছাত্র ছাত্রীদের সাথে সময় কাটাতাম ভালো লাগতো ভালই কাটছিল তোমার চিকিৎসার কথা ভাবতাম কিভাবে তোমাকেআমি সুস্থ্য করব সব সময় এই চিন্তায় আমি করি । তবে মা আমাকে দোষারোপ করে কেনো তোমার চিকিৎসা করাচ্ছি না আসলে চিকিৎসা করা মানে তোমার অপারেশন করা কিন্তু এই মুহুর্তে তো এত টাকা নেই দু মাসে চাকরিতে কে টাকা দেবে কার কাছে হাত পাটবো আমি বলোতো পরাগ বলে দেখ শিমুল আমি তো এসব কথা বলেনি মা বলেছে তাতে কি আসে যায়, আরও পড়ুন.......

Comments

Popular posts from this blog

কার কাছে কই মনের কথা আজকের পর্ব ১৩ মার্চ

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 30 মার্চ