যোগোমায়া আজকের পর্ব 28 জুন

যোগোমায়া আজকের পর্ব

আজকের পর্বে দেখা যাবে যোগমায়া অচেনা নম্বর দিয়ে! গায়েত্রী দেবী কে ফোন করে বলে তোমারব নাতিকে সাবধানে রাখো পামেলা কে মারার জন্য তাকে শাস্তি পেতেই হবে। তা শুনে গায়েত্রী দেবী বলে কে আপনি কি চাই তোমার কত টাকা চাই। পরে গায়েত্রী দেবী বলে সুর টা ভালো লাগলো না। পরে মাখন বলে এটা ঠিক ডক্টর মল্লিক এই কাজ করতে পারে পরে গায়েত্রী দেবী ডক্টর মল্লিক কে তুলে আনতে বলে। ডক্টর মল্লিক বলে আমাকে কেনো নিয়ে আসা হয়েছে এভাবে। আমি কিছু জানি না আপনারা কাজ টা ঠিক করছেন না। পরে গায়েত্রী দেবী অচেনা নম্বর টি পুলিশ অফিসার কে ট্রাক করে সব কিছু  ডিটেইলস জানাতে বলে কিন্তু অফিসার কোনো ভাবে নম্বর টি ট্রাক করতে পারে না। পরে যোগমাযার মা তার জামাই কে ফোন করে তার জামাই বলে যে করে হোক তার মেয়ে যোগমাযাকে খুঁজে বার করে তাঁদের কাছে ফিরিয়ে দেবে। সম্পূর্ণ পর্ব টি দেখার জন্য নিচের ভিডিও দেখুন...




Comments

Popular posts from this blog

কার কাছে কই মনের কথা আজকের পর্ব ১৩ মার্চ

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 30 মার্চ