Popular posts from this blog
কার কাছে কই মনের কথা আজকের পর্ব 30 মার্চ
কার কাছে কই মনের কথা আজকের পর্ব। আজকের পর্বে দেখা যাবে,শিমুল আর পরাগের বিয়ের রেজিষ্ট্রি থেকে সিঁদুর দান পর্যন্ত, সমস্ত কাজ সম্পর্ন হয়।এদিকে বিপাশা আর চন্দন দুজনের মধ্যে চন্দনের দ্বিতীয় স্ত্রী নিয়ে ঝগড়া শুরু হয়। চন্দন বিপাশা কে বলে তুমি কত টাকা চাও বল,বিপাশা বলে অনেক টাকা হয়েছে না,তোমার কত দেবে তুমি কই মনে করেছে তোমাকে এমনি ছেড়ে দেবো সব কিছু হিসাব বুঝে নেবো তার পর বাড়ি থেকে যাবো,চন্দনের দ্বিতীয় স্ত্রী বলে তোমার সামনে যদি আমরা একই বিছানায় থাকি তোমাকে ভালো লাগবে। তা শুনে বিপাশা বলে তুমি কি মনে করেছো তা দেখে আমাকে খুব খারাপ লাগবে।আর আমি ডিভোর্স দিয়ে চলে যাবো। কখনোই না আমাকে আলাদা বাড়ি বানিয়ে দাও সব কিছু দিয়ে দাও তার পরই চিন্তা করবো যাবো কি না। সম্পূর্ণ পর্ব টি দেখার জন্য নিচের ভিডিও টি দেখুন.......

Comments
Post a Comment