কার কাছে কই মনের কথা আজকের পর্ব 28 এপ্রিল
কার কাছে কই মনের কথা আজকের পর্ব 28 এপ্রিল।
আজকের পর্বে দেখা যাবে পরাগ কে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরাগের মা তা নিয়ে খুব চিন্তা করছে ছেলেটা কোথায় গেলো।কিছুক্ষণের মধ্যেই পরাগ নিচে নামে আসে আর বলে খিদে পেয়েছে মা চা খাবো পরাগের মা বলে পরাগ আমাকে চিনতে পেরেছে খিদে পেয়েছে এখানে বস আমি চা বানিয়ে আনছি।পরাগ তুই কোথায় ছিলি তোকে ঘরে দেখতে পেলাম না।তীর্থ বলে সব জায়গায় দেকলাম তোমাকে তো দেখতে পেলাম না কোথায় ছিলে তুমি পরাগ বলে আমি একটু ছাদে হাট ছিলাম । হাটা হাটি করলে আমাকে ভালো লাগে হাত পা গুলো ছেড়ে দেয় তাই হাট ছিলাম । তীর্থ বলে তুমি একা কেনো ছাদে উঠতে গেলে আমাকে বললে আমি নিয়ে যেতাম । পরাগের মা বলে তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল তুমি কোথায় ছিলে বাবা সত্যি করে বলো তো পরাগ বলে বাড়িতেই ছিলাম এক কথা বারবার কেনো বলছো বললাম তো ছাদে ছিলাম । তোমরা ছাদে যাওনি তাই দেখতে পাওনি বাইরে গেলে তোমার তো দেখতে পেতে শিমুল আমাকে একা বাইরে যেতে মানা করেছে । পুতুল বলে পরাগ কে রে খুব তো বউয়ের কথা শুনছিস লক্ষ্মী ছেলের মত।
কিছুক্ষণের মধ্যেই দরজায় কলিং বেল বেজে উঠে পুতুল তাড়াহুড়া করে যায় আর দরজা খুলে দেখে শিমুলের সাথে পুলিশ তা দেখে সবাই চমকে যায় বলে তোমার সাথে পুলিশ কেনো পুতুল বলে তোকে কি ধরে নিয়ে যাবে শিমুল বলে না কাউকো ধরে নিয়ে যাবে না আমাকে রাখতে এসেছে।পরাগ বলে কি হয়েছে পুলিশ কে এসেছে।শিমুল বলে আমাকে পিছন থেকে ধরে গোলা চিপে মারার চেষ্টা করেছিল। আমকে মেরে ফেলে দিতো আমি তাকে চিনতে পারলাম না । আন্দাজ করলাম পিছন থেকে ধরেছে তাই বুজতে পারলাম না ।কিন্তু কে যেনো আমাকে বাঁচালো মুখ ঢাকা ছিল তাকে চিনতে পারলাম না। পরাগ বলে তুমি আর ওই রাস্তা দিয়ে আসবে না পয়সা বাঁচানোর জন্য রিক্সা করে আসবে আমার টেনশন হয়।
পুতুল বলে কিনতু আগেও তো এসেছিলাম তখন দু একজন ছিল কিন্তূ আজকে একদম ফাঁকা কে ছিলো না পুতুল বলে শুনলি একা একা আর ওই রাস্তা দিয়ে আসবি না না হলে তোর স্কুল যাওয়া বন্ধ করে দেবো তোর বড় দিদি আমি বলছি পড়ে শিমুল বলে মা পলাশ কোথায় শিমুল বলে ওরা তো সেই অনেকক্ষণ হলো পতিখার বাবার বাড়ি গেছে শিমুলের শাশুড়ি বলে কেনো পলাশের খোঁজ করছো শিমুল বলে মিষ্টি আনছিলাম তো সবাই খাবো তাই বলছি । শিমুলের শাশুড়ি বলে জানো বউ মা পরাগ কে খুঁজে পাচ্ছিলাম না কোথায় যে গেছিল পরাগ বলে সন্দেহর বসে কাউকো ধরা যায় না তাছাড়া তুমি তো তাকে দেখতে পাওনি । পড়ে শিমুল পরাগের কপালে একটা দাগ দেখতে পায় বলে এটা তোমার কপালে কিসের দাগ কাপড় বাধার মতো আরও পড়ুন.......

Comments
Post a Comment