কার কাছে কই মনের কথা আজকের পর্ব 30 এপ্রিল

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 30 এপ্রিল আজকের পর্বে দেখা যাবে শিমুল বাড়িতে আসে পরে পুতুল ও তার শাশুড়ি বলে জানো তুমি বাড়িতে আসার আগে পরাগ কে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তা শুনে শিমুল পরাগ কে সন্দেহ হয় যে লোকটি তাকে বাঁচালো সে পরাগ নয় তো আবার পরাগের কপালে কাপড় দিয়ে চেপে বাধা দাগ দেখতে পায়। পরাগ কে শিমুল বলে তোমার কপালে এটা চেপে বাধার মতো কিসের দাগ এটা পরাগ বলে আসলে আমি বাইরে বেরোতে যেতে পারি না তাই ছাদে হাটা হাটি করছিলাম ।হাঁটতে হাঁটতে কেলান্ত হয়ে ছাদে ঘুমিয়ে পড়েছিলাম তাই বালিশের দাগ হবে হয় তো শিমুল বলে বালিশের দাগ তো এরকম হতে পারে না। এদিকে পলাশ পতিক্ষাকে বলে তীর্থ দা ফোন করেছিল বাড়িতে যাওয়ার জন্য শিমুল নাকি মিস্টি নিয়ে এসেছে বাড়ি ফিরতে হবে। পতিক্ষা বলে কোনো ট্র্যাপে ফেলবে না তো পলাশ বলে তীর্থ দা কি করে ট্র্যাপে ফেলবে সে তো এসব জানে না পতিক্ষা বলে কোনো পুলিশ কে শিমুল কিছু আবার বলে নি তো আমাদের সাবধানে থাকতে হবে। পড়ে পলাশ রা বাড়িতে আসে পুতুল বলে তোদের আস্তে এত দেরি হলো । প্রতীক্ষা বলে পুতুল দি তুমি এসেছো আমরা তো জানি না আসলে মা একটু জোর হয়েছে তাই রান্না করলাম না খেয়ে ছাড়ল না তাই দেরি হলো । পলাশ বললো মা আমি কিনতু খাবো শিমুল বলে সেকি শশুর বাড়িতে কি আধা পেট খেয়ে এসেছো নাকি পলাশ বলে বাড়িতে না খেলে আমার খবর হজম হয় না । মা জানে পলাশ বলে কি মা বলো পলাশের মা বলে সে কি কথা রান্না করা আছে খাবি খা,শিমুল বলে আমি যেই রাস্তা দিয়ে এসেছিলাম তোমরা কি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলে নাকি পলাশ বলে না সেই রাস্তা দিয়ে যাব কেনো । শিমুল বলে আমি তো রাস্তার কথা বলে নি তোমরা রাস্তার কথা শুনে চমকে গেলে কেনো ওই রাস্তায় আজকে আমাকে অ্যাটাক করে ছিল তাই বলছি প্রতীক্ষা ওই রাস্তা দিয়ে জেও না । তীর্থ পলাশ কে বলে ওই রাস্তার কথা তুমি জানলে কি করে পলাশ বলে বৌদি যায় আমি দেখেছি তীর্থ বলে তোমার সেরকম কথা হয় না শিমুলের সাথে তাহলে কি করে জানলে পলাশ বলে বৌদি কথা বলে কিন্তু আমি জানি। পলাশ বলে শতদ্রু অ্যাটাক করতে পারে ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়ে ছিল বিয়ে কর নি । তুমি বিয়ে করে চাকরি করছো তাই হতে পারে। পরে পলাশ চন্দন কে সোদেহর কথা বলে।শিমুল বলে কে আমাকে মারার চেষ্টা করতে পারে সেটা ভালো ভাবে বুজতে পারছি কাছের কেউ হতে পারে স্বার্থের জন্য আমাকে না মেরে উপায় পাচ্ছে না তাই হয়তো এই কাজ টা করেছে । পলাশ বলে তুমি আমাকে সন্দেহ করছো না নাকি শিমুল বলে তোমা কে কেনো সন্দেহ করবো। প্রতীক্ষা বলে তুমি পুলিশ কে বলেছো নাকি কি দরকার ছিল অনেক তো হলো এবার একটু শান্তিতে থাকি বাড়ির বেপার শিমুল বলে কিছু করার নেই আসলে পুলিশ আমাকে বাড়ি পৌঁছে দিল ওদের সামনেই ঘটনা টি ঘটেছে তাই ওরা তদন্ত করবেই এই শুনে প্রতীক্ষা চমকে যায় । আরো পড়ুন......

Comments

Popular posts from this blog

কার কাছে কই মনের কথা আজকের পর্ব ১৩ মার্চ

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 30 মার্চ