কার কাছে কই মনের কথা আজকের পর্ব ৮ এপ্রিল
কার কাছে কই মনের কথা আজকের পর্ব
আজকের পর্বে দেখা যাবে পরাগের মা শিমুলের নতুন স্কুল জয়েন করার আনন্দে,সবাই কে খাওয়া বে বলে পুরি বানায়। শিমুল কে খেতে বলে শিমুল তার শাশুড়ি কে খেতে বলে আর বলে তোমার ছেলে তুমি আমি সবাই খাবো তুমি না খেলে আমিও খাবো না।পড়ে বিপাশা, সুচরিতা রা আসে শিমুল বলে এসেছো ভালই হয়েছে । পরাগ বলে মা সবাই কে খাওয়া বে বলে পারি বানিয়েছে এসেছো অবশ্যই খেয়ে যাবে মা অনেক পুরি বানিয়েছে।
বিপাশা বলে তোমার স্কুল প্রথম দিন কেমন কাটলো
আর একটা খবর আছে।আমি চন্দন কে ছড়িয়ে এনেছি ভাবছি ডিভোর্স দিয়ে দেবো শিমুল কে বলে বিপাশা তোর কথাটা আমি রাখতে পারবো না। ওই বাড়িতে আমি আর থাকবো না বাড়ি ছেড়ে দেবো।বিপাশার শাশুড়ি বিপাশা কে বলে । শুনলাম তুমি বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো তুমি এ বাড়ি ছেড়ে যেও না তুমি তোমার মত করে আলাদা ভাবে থাকো। সম্পূর্ণ পর্ব টি দেখার জন্য নিচের ভিডিও দেখুন.. আরও পড়ুন

Comments
Post a Comment