Mithijhora 03 Aug Today Episode মিঠিঝড়া আজকের পর্ব jhh আজকের পর্বে দেখা যাবে রাই বেচে আছে ফিরে এসেছে। পরে রাই এর কাছে তার মা ক্ষমা চায় বলে আমরা যা করেছি তোর কাছে খুব অন্যায় করেছি।তার দাদা ও ক্ষমা চায় তার দাদা বলে মা না হয় একটু রাগ করে কথা বলেছে তাই বলে এভাবে চলে যাবি । রাই বলে আমি কি করে জানবো যে আমার মত সারি পরে ওই দিন কেউ রাস্তায় গাড়ির সামনে পর্বে সংসারে বেশি মানুষ হয়ে গেছি কে কিভাবে চলে যাবে কে জানে। পরে সূর্য তার বোন কে রাই এর কাছে নিয়ে আসে আর রাই কি বলে তুমি তোমার বোন কে শাস্তি দেও রাই বলে ।আমি আর কি শাস্তি দেবো ও যদি মন থেকে আমার প্রতি সব রাগ দুর না করতে পারে। সম্পূর্ণ পর্ব টি দেখার জন্য নিচের ভিডিও টি দেখুন.......