Posts

Mithijhora 03 Aug Today Episode মিঠিঝড়া আজকের পর্ব

Image
 Mithijhora 03 Aug Today Episode মিঠিঝড়া আজকের পর্ব  jhh আজকের পর্বে দেখা যাবে রাই বেচে আছে ফিরে এসেছে। পরে রাই এর কাছে তার মা ক্ষমা চায় বলে আমরা যা করেছি তোর কাছে খুব অন্যায় করেছি।তার দাদা ও ক্ষমা চায় তার দাদা বলে  মা না হয় একটু রাগ করে কথা বলেছে তাই বলে এভাবে চলে যাবি । রাই বলে আমি কি করে জানবো যে আমার মত সারি পরে ওই দিন কেউ রাস্তায় গাড়ির সামনে পর্বে সংসারে বেশি মানুষ হয়ে গেছি কে কিভাবে চলে যাবে কে জানে। পরে সূর্য তার বোন কে রাই এর কাছে নিয়ে আসে আর রাই কি বলে তুমি তোমার বোন কে শাস্তি দেও রাই বলে ।আমি আর কি শাস্তি দেবো ও যদি মন থেকে আমার প্রতি সব রাগ দুর না করতে পারে। সম্পূর্ণ পর্ব টি দেখার জন্য নিচের ভিডিও টি দেখুন.......

যোগোমায়া আজকের পর্ব 28 জুন

Image
যোগোমায়া আজকের পর্ব আজকের পর্বে দেখা যাবে যোগমায়া অচেনা নম্বর দিয়ে! গায়েত্রী দেবী কে ফোন করে বলে তোমারব নাতিকে সাবধানে রাখো পামেলা কে মারার জন্য তাকে শাস্তি পেতেই হবে। তা শুনে গায়েত্রী দেবী বলে কে আপনি কি চাই তোমার কত টাকা চাই। পরে গায়েত্রী দেবী বলে সুর টা ভালো লাগলো না। পরে মাখন বলে এটা ঠিক ডক্টর মল্লিক এই কাজ করতে পারে পরে গায়েত্রী দেবী ডক্টর মল্লিক কে তুলে আনতে বলে। ডক্টর মল্লিক বলে আমাকে কেনো নিয়ে আসা হয়েছে এভাবে। আমি কিছু জানি না আপনারা কাজ টা ঠিক করছেন না। পরে গায়েত্রী দেবী অচেনা নম্বর টি পুলিশ অফিসার কে ট্রাক করে সব কিছু  ডিটেইলস জানাতে বলে কিন্তু অফিসার কোনো ভাবে নম্বর টি ট্রাক করতে পারে না। পরে যোগমাযার মা তার জামাই কে ফোন করে তার জামাই বলে যে করে হোক তার মেয়ে যোগমাযাকে খুঁজে বার করে তাঁদের কাছে ফিরিয়ে দেবে। সম্পূর্ণ পর্ব টি দেখার জন্য নিচের ভিডিও দেখুন...

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 18মে

Image
কার কাছে কই মনের কথা আজকের পর্ব 18মে আজকের পর্বে দেখা যাবে শিমুল কোট থেকে বাড়ি আসে পরে পরাগ জিজ্ঞাসা করে । কটে কি হলো শিমুল বলে কি আর হবে ওরা মিথ্যা সাক্ষী নিয়ে এসেছিল ওরা বলে আমি টাকা দিয়ে লোক ঠিক করেছি আমর উপর অ্যাটাক করতে বলেছি । পরাগ বলে মানে শিমুল বলে মানে ওরায় জানে আমি আর কি বলবো পরাগ বলে তার পর শিমুল বলে তারপর আর কি রায় বেরোবে আমার জেল হবে। কিন্তূ আমি একটা কথা ভাবছি আমার জেল হলে তোমাকে কে দেখবে পরাগ বলে আমি তোমার বিপদে তোমার পাশে দাঁড়াতে পারছি না আর তুমি আমার কথা ভাবছো। শিমুল বলে তুমি কি করবে তুমি তো ঠিক মত হাঁটতেও পারছ না কিভাবে বেরোবে আর আমি চাই না তুমি বাইরে বের হও বাইরে বেরোলে তোমার যদি শরীর খারাপ করে । পরাগ বলে তোমার এই অবস্হথাও ভাবছো আমর শরীর খারাপ করার কথা শিমুল বলে তুমি হলে আমার স্বামী আমি না তো কে তোমার কথা ভাববে । পরাগ বলে এমনি তোমার স্বামী যে কোনো উপকারে আসে না শিমুল বলে ও কথা তুমি বাদ দাও তুমি বলো তো কেনো খাওনি খাবার নিয়ে এসেছি খেয়ে নাও পরাগ বলে তুমি খাবে না শিমুল বলে আমর খেতে ইচ্ছে করছে না । পরাগ বলে কেনো তুমি টেনশন করছো শিমুল বলে একটু টেনশন তো হচ্ছে ...

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 16 মে

Image
কার কাছে কই মনের কথা আজকের পর্ব 16 মে আজকের পর্বে দেখা যাবে শিমুল বলছে আমাকে আর ভালো লাগছে না আমি আর এই ঝামেলার মধ্যে কাউকো জড়াতে চাই না আমি একাই ফাইট করবো। আমার জন্য টেনশন করে পরাগের কিছু হয়ে গেলে আমাকে দোষারোপ করবে তাই পরাগ কে এর মধ্যে আর জোড়াতে চাই না । বিপাশা বলে ঠিক আছে ফাইট কর কিন্তু ডেফিকেল্ট ফাইট কিন্তু শিমুল বলে কি আর করা যাবে আমার জীবন টা তো এত সহজ নয় তাও পরাগ ভালো থাকলে হতো । তাই আমি তোমাদের বলছি পরাগ কে আমি এর মধ্যে জড়াতে চাই না সুচরিতা বলে এটা কিন্তূ ভুল হবে ওকে আমরা নিয়ে যাব কি পরাগ তুমি শিমুলের হয়ে বলতে পারবে না তাছাড়া শিমুল তোমার দেখা সুনা করে পলাশ আর প্রতীক্ষা কিন্তূ তোমার বেগভাল করবে না পরাগ বলে হে আমি জানি আমাকে দেখার আর কে নেই। বিপাশা বলে তাহলে বুজতে পারছ যখন তাহলে শিমুলের হয়ে দুটো কথা বলতে পারবেনা তুমি তো ওর স্বামী পরাগ তুমি পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে কত কোথায় তো বলতে পারছ তুমি যদি বলো শিমুলের উপর কত অত্যাচার করা হতো শিমুল কে ফাঁসানোর জন্য তাহলে তো মেয়ে টা বেচে যায়। শিমুল বলে তোমরা ওকে আর এ জামেলার মধ্যে জড়িয়ে ও না সুচরিতা বলে তুমি ব...

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 15 মে

Image
কার কাছে কই মনের কথা আজকের পর্ব 15মে আজকের পর্বে দেখা যাবে কটে শিমুলের হয়ে তার বান্ধবীরা সাক্ষী দেয়।পড়ে বাড়ি আসে শিমুলের শাশুড়ি বলে এবার খুশী হয়েছো তো ছেলে টাকে পুলিশের হাতে দিয়ে ছেলেটাকে পুলিশ আটকে রেখেছে। শিমুল বলে বাড়ির লোক কে পুলিশ ধীরে নিয়ে গেলে কার ভালো লাগে বলো । প্রতীক্ষা বলে মা ওকে নাটক করতে মানা করো আমাকে আর ভালো লাগছে না শিমুলের শাশুড়ি বলে একটা কথা বলার ছিল তুমি কেনো পরাগের চিকিৎসা করছো না । তুমি পরাগের চাকরি করছো শিমুল বলে কেনো মা তুমি পরাগের চিকিৎসা নিয়ে ব্যাকুল হয়ে উঠেছো প্রতীক্ষা বলছে তাই বুঝি তুমি আজ ওদের হয়ে কথা বলছো তুমি তো জানো ওরা কেমন ওরা এর আগেও আমাকে মারার চেষ্টা করেছে আর ওদের কথা তুমি বিশ্বাস করছো। পড়ে যদি জানতে পারো ওরা দোষী তখন কিন্তূ আমি আর তোমাকে ক্ষমা করতে পারবো না । এই বলে ঘরে যেতে চায় শিমুলের শাশুড়ি বলে তুমি ঘরে যাবে না পরাগের কাছে যাবে না । প্রতীক্ষা বলে ও দাদা কে বিস খাইয়ে মেরে বাড়ি ঘর সব হাতিয়ে নেবে ওকে বিশ্বাস করো না । শিমুল বলে প্রতীক্ষা তোমার মনের কথা আমার মুখে চাপিয়ে বসিয়ে দিলে কি হবে সেটা তো তোমার চিন্তা ধারা স...

কার কাছে কই মনের কথা আজকের পর্ব 14 মে

Image
কার কাছে কই মনের কথা আজকের পর্ব 14 মে আজকের পর্বে দেখা যাবে শিমুল প্রতীক্ষা ও পলাশ কে বলছে আমি কোনো দোষী কে ছড়াতে যাবো এবং কি বাড়ির কেউ যাবে না ছড়াতে । ওরা যদি দোস না করে ওরা ফাইট করুক ওদের কিসের ভয় পাচ্ছে। প্রতীক্ষা বলে সেটা নয় তুমি তো চাকরি করছো তুমি চাকরি ছেড়ে অফিস কামাই করে বারবার কোট হাজিরে দিতে পারবে । পলাশ এখন কোটে যাবে পড়ে আবার কোটের ডাক পড়বে তখন বারবার কি ছুটি পাবে চাকরি থাকবে পলাশ বলে তুমি কাকে কার সাথে তুলনা করছো ও তো স্পেশাল গেস্ট সব জায়গায় সেটিং করা আছে ।শিমুল বলে মুখ সামলে কথা বলো পলাশ পলাশ বলে কি সন্মান দেবো তোমাকে তুমি তো আমাদের ভিটে বাড়ি ছাড়া করতে চাইছো। শিমুল বলে আমি ভিটে বাড়ি ছাড়া করার কে মার বাড়ি মা যা করবে তাই হবে। প্রতীক্ষা বলে তুমি তো চাকরি করছো তোমার তো দাদা ভাইয়ের চিকিৎসা করার কথা চিকিৎসা তো করছনা শিমুল বলে আমাকে বলছো আমারি কি দায়িত্ব দাদা ভাইয়ের চিকিৎসা করা মার কোনো দায়িত্ব নেই নাকি মার টাকা নেই । পরাগের মা বলে সে কি কথা তুমি চাকরি করছো তুমি চিকিৎসা করবে বলেছিলে পলাশ বলে দেখেছো তুমি তো ওকে মাথায় চড়িয়ে রেখেছো শিমুল বলে আমাকে মাথ...