কার কাছে কই মনের কথা আজকের পর্ব 13 মে
কার কাছে কই মনের কথা আজকের পর্ব 13মে আজকের পর্বে দেখা যাবে শিমুল পরাগ কে বলছে আমি চাই তুমি আগের মতো সুস্থ হও আমি না হয় ডাক্তার কে দেখিয়ে তোমার অপারেশনের কথা বলবো না হয় লন নিয়ে তোমার চিকিৎসা করবো পরাগ বলে এসব এখন থাক পরে হবে অনেক টাইম আছে । শিমুল বলে সময় নেই আমার না কখনও কখনও সন্দেহ হয় মনে তুমি ভালো হয়ে গেছো আমার সন্দেহ হয় তাই কথাটা বললাম। পরাগ শিমুল কে বার বার সতর্ক থাকার কথা বলছে । পরাগ বলছে তুমি রাতের খাবার খাবে না পলাশ আর মা বললেও খাবে না বলবে আমি খেয়ে এসেছি।শিমুল বলে কিন্তু এভাবে কত দিন চলবে পরাগ বলে কয়েক টা দিন তার পর সব ঠিক হয়ে যাবে। পরাগ বলে আমাকে পলাশ সরবত খাওয়াতে এসেছিল আমি খাইনি ফেলে দিয়েছি শিমুল বলে কেনো পরাগ বলে আমার সন্দেহ হয়েছিল তাই শিমুল বলে তুমি শুধু শুধু সন্দেহ করছো না তো পরাগ বলে তুমি জানো আমি শুধু শুধু সন্দেহ করার লোক না। এদিকে পলাশের নামে নোটিশ আসে থানায় দেখা করার জন্য আর তা দেখে পরাগের মা রেগে শিমুল কে বলে তুমি আমার ছেলে টা কে জেলে পাঠাতে চাইছো আমি যদি তোমাকে বাড়িতে না থাকতে দিতাম তখন তুমি কি করতে। এখন তুমি তারই প্রতিশোধ নিছো শি...